ঢাকারবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. খেলাধুলা
  7. চাকুরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাসের খবর
  12. বিনোদন
  13. মিডিয়া
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

নোয়াখালীতে বন্যার পানিতে নিহত এক, আহত দুই

সেনবাগ প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৪ ১২:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

নানার বাড়ীতে বেড়াতে এসে বন্যার পানিতে নৌকায় ঘুরতে গিয়ে নৌকা উল্টে রাজন (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন। এসময় নিহত রাজনের মামাতো ভাই রিয়াদ (১১) এবং মামাতো বোন লাবিবা (২০) আহত হয়েছেন।

 

শনিবার (৩১ আগস্ট) বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহাপুর সৈয়দ বাড়ীর পাশে এই ঘটনা ঘটে। নিহত রাজন কাবিলপুর ইউনিয়নের কাবিলপুর মৌলভী বাড়ীর হাবিব উল্লার ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে সে ছিলো সবার ছোট। বি-বাড়ীয়া জেলার আখাউড়া কলেজের এইচ,এস,সি ১ম বর্ষের ছাত্র ছিলো সে।

 

আহত রিয়াদ ওই বাড়ীর আবুল হোসনেরে ছেলে সে স্থানীয় উত্তর সাহাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র ছিলো। আহত লাবিবা ওই বাড়ীর আবদুল করিমের মেয়ে ও উপজেলার কানকিরহাট কলেজের এইচ,এস,সি ২য় বর্ষের ছাত্রী। খবর পেয়ে সেনবাগ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে রাজন কে উদ্বার করে সেনবাগ উপজেলা হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন মিন্টু জানান, শনিবার বিকেলে উত্তর সাহাপুর সৈয়দ বাড়ীর আবুল হোসনেরে পুত্র রিয়াদ, ভাগিনা রাজন, ভাতিজি লাবিবা, বাড়ীর পাশে বন্যার পানিতে নৌকায় ঘুরতে গিয়ে বাড়ী থেকে কিছু দুর যাওয়ার পর নৌকা উল্টে যায়। এসময় রিয়াদ ও লাবিবা আহত অবস্থায় সাতার কেটে বাড়ীতে উঠতে সক্ষম হলেও রাজন পানিতে ডুবে যায়। আহতদের চিৎকারে বাড়ীর লোকজন এগিয়ে আসে।

 

ঘটনাটি জানার সাথে সাথে সেনবাগ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে পানি থেকে রাজনকে উদ্বার করে সেনবাগ সরকারী হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।