কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানকালীন সময়ে গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসির দাবিতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। মঙ্গলবার (১৩আগষ্ট) বিকেল ৪টার সময় সুবর্ণচর উপজেলার ৫নং চর জুবলি ইউনিয়নের হারিছ চৌধুরী বাজারের জিরো পয়েন্টে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে ফাঁসি-ফাঁসি-ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, শ্লোগান দিয়ে সমাবেশস্থলে চর জুবলি ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসতে থাকে।
এ সময় বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দিন গাজী, চর জুবলি ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন হেলাল, উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী আলমগীর, উপজেলা বিএনপির যুগ্ম- সম্পাদক সাহাব উদ্দিন স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম- সম্পাদক নুর উদ্দিন শামীম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক,
৫ নং চর জুবলি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মনজুরুল হক, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন -আহবায়ক আতিক উল্লাহ অশ্রু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলী আহসান মোহাম্মদ তারেক প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, ৫ নং চর জুবলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রাসেল, সদস্য সচিব বেলাল হোসেন, উপজেলা যুবদল নেতা শামসুদ্দিন রায়হান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, গণঅভ্যুত্থানের সময় গণহত্যার দায়ে শেখ হাসিনা’র ফাঁসির দাবি করেন এবং ৫নং চর জুবলি ইউনিয়ন পরিষদের জন প্রতিনিধি সহ সকল ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের অবিলম্বে সম্মানের সহিত পদত্যাগের দাবি করেন।