ঢাকাসোমবার , ৩১ অক্টোবর ২০২২
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. খেলাধুলা
  7. চাকুরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাসের খবর
  12. বিনোদন
  13. মিডিয়া
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

শপিং ব্যাগ থেকে ২০৫০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার-১জন।

admin
অক্টোবর ৩১, ২০২২ ৮:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love
নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলা থেকে ২০৫০পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।  
গ্রেফতারকৃত শাহাদাত ইসলাম রবিন (২৬) উপজেলার নোয়াখালী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের মধ্যম করিমপুর এলাকার ছাদেক আলী পাটোয়ারী বাড়ির আব্দুর রহিমের ছেলে।
সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০টার বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম থানার একদল পুলিশ নোয়াখালী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের মধ্যম করিমপুর গ্রামের সাদেক আলী পাটোয়ারী বাড়ির রহিমের ঘরের সামনে অভিযান চালিয়ে মাদক কারবারি রবিনকে আটক করে। পরে তার হাতে থাকা কাপড়ের শপিং ব্যাগ তল্লাশি করে ২০৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য- ৬ লক্ষ ১৫ হাজার টাকা।
এসপি আরো বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।
নোয়াখালী মিডিয়া/নিউজ