ঢাকারবিবার , ১৬ অক্টোবর ২০২২
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. খেলাধুলা
  7. চাকুরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাসের খবর
  12. বিনোদন
  13. মিডিয়া
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

সুবর্ণচরে আশ্রয়ন ও স্কুলের ভূমি আত্মসাৎকারীদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

admin
অক্টোবর ১৬, ২০২২ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী:

নোয়াখালীর সুবর্ণচরের চরবাটা ইউনিয়নের চর মজিদ গ্রামের ভূঁঞার হাট এম এ কামাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ ও সহকারি প্রধান শিক্ষক জহুরা খাতুন কর্তৃক আশ্রয়ণ প্রকল্প ও বিদ্যালয়ের জমি দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় লোকজন ও আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা।

 

রবিবার (১৬ অক্টোবর) সকালে ২নং চরবাটা ইউনিয়নের ভূঁঞার হাট সংলগ্ন আশ্রয়ণ প্রকল্পের সামনে মানববন্ধন করে তারা।

এসময় এলাকাবাসী ও আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পক্ষে আব্দুল মান্নান, গোলাম মাওলা,  মোঃ সোহাগ, সুফিয়া খাতুন, গোলাপী বেগমসহ একাধিক নারী অভিযোগ করে বলেন, ভূঁঞার হাট এম এ কামাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ ও সহকারি প্রধান শিক্ষক জহুরা খাতুনসহ প্রধান শিক্ষক আব্দুল আজিজের স্ত্রী রোকেয়া বেগম ও তার ভাই আতাউর রহমান প্রধানমন্ত্রী কর্তৃক চর মজিদ ১নং আশ্রয়ণ প্রকল্পের জমি ও ভূঁঞার হাট এম এ কামাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় বেআইনি ভাবে দখল ও জাল-জালিয়াতির মাধ্যমে খতিয়ান করে ভোগ-দখল করছেন। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা আরও জানান, এ বিষয়ে তারা জেলা-উপজেলায় প্রশাসনের সর্বস্তরে অভিযোগ দাখিল করেছেন। মানববন্ধন শেষে তারা অভিযুক্ত শিক্ষকসহ জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।

তবে এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল আজিজ জানান, তার বাবা মো. মোস্তফা কামাল স্কুলে জমি দান করেছেন। একটি মহল স্কুলের জমি দখলের চেষ্টা করিলে তিনি প্রতিবাদ করলে পারিবারিক ভাবে তার সম্মান ক্ষুন্ন করার জন্য আশ্রয়নের লোকজন দিয়ে তার বিরুদ্ধে মিথ্য অভিযোগ করছেন। তিনি এ বিষয়ে সামাজিক ও প্রশাসনিক ভাবে সবাইকে জানিয়েছেন। আশ্রয়ণ ও স্কুলের সাথে তার কোন বিরোধ নেই বলেও জানান প্রধান শিক্ষক আব্দুল আজিজ।

নোয়াখালী মিডিয়া/নিউজ