প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১০:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৩, ৪:০৮ অপরাহ্ণ
নোয়াখালীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।
নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো. ইয়াছিন আরাফাত বেগমগঞ্জ উপজেলার একলাশ পুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম একলাশ পুর গ্রামের ফয়েজ উদ্দিন পাটোয়ারী বাড়ির মৃত রমজামানের ছেলে।
শুক্রবার (২৪ মার্চ) দুপুর ২:৩০ দিকে জেলার সোনাইমুড়ী উপজেলা থেকে তাকে গ্রেফতার করে বেগমগঞ্জ থানার পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।তিনি বলেন, ২০০৬ সালের ১৫ জুন রাত ১১টার থেকে পরের দিন সকাল সাড়ে ৮টার মধ্যে যে কোন সময় নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন মধ্যম একলাশপুর গ্রামের ফয়েজ উদ্দিন পাটোয়ারী বাড়ির সামনে পূর্ব পরিকল্পিত ভাবে উদ্দেশ্যে প্রণোদিত হয়ে আসামিরা ভিকটিম ইকবাল হোসেন সেন্টুকে হত্যা করে।
পরবর্তীতে নিহতের মা রওশন আরা আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।এজাহার দায়ের করলে বেগমগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে মো. ইয়াছিন আরাফাত সহ ৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।
এসপি আরো বলেন, আদালত মামলার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ শেষে আসামি মো. ইয়াছিন আরাফাত সহ ৭ জনের প্রত্যেক কে দন্ড বিধির ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। গ্রেফতার এড়াতে আসামি মো. ইয়াছিন আরাফাত দীর্ঘ দিন পলাতক ছিলো।
নোয়াখালী মিডিয়া/নিউজ
সম্পাদক: জহিরুল হক জহির, পুরাতন হাসপাতাল রোড়, সদর, নোয়াখালী, যোগাযোগ: 01835550333