ইনসানিয়াত বিপ্লব এর প্রতিষ্ঠাতা ও প্রবর্তক আল্লামা ইমাম হায়াত বলেন, মিথ্যা মামলা, অবৈধ গ্রেফতার এবং রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সরকারকে গণতান্ত্রিক পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “বর্তমান সরকারের কিছু চরমপন্থী ও ক্ষমতালোভী গোষ্ঠীর অপতৎপরতায় দেশে দমন-পীড়ন, রাষ্ট্রদ্রোহিতার অপবাদে মিথ্যা মামলা, শান্তিপূর্ণ প্রতিবাদকে অপরাধ গণ্য করা, এবং বিশেষ করে মা-বোনদের গ্রেফতার ও লাঞ্ছনার মত ঘটনার মাধ্যমে দেশে এক ভয়ংকর রাজনৈতিক নিপীড়নের পরিবেশ তৈরি হয়েছে।”
তিনি আরও বলেন, “সরকারের ভিতরের কিছু বেপরোয়া কর্মকর্তার কর্মকাণ্ডে জনগণের মধ্যে চরম ক্ষোভ ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ, জামিন না দেয়া এবং রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়নের অভিযোগ আজকের সরকারের স্বৈরতান্ত্রিক চরিত্রকে আবারও প্রমাণ করছে।”
তিনি বলেন, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব একটি নিবন্ধিত রাজনৈতিক সংগঠন হিসেবে ধর্মীয় উগ্রতা, সাম্প্রদায়িকতা ও বস্তুবাদী স্বৈরশাসনের বিরুদ্ধে মানবতার ভিত্তিতে রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে।
নারায়ণগঞ্জের এক জনপ্রিয় নারী নেত্রী ও কয়েকজন শিল্পী কে মিথ্যা মামলায় গ্রেফতারের ঘটনায় জনগণের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, সেটিকে আত্মঘাতী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “এই ধরনের আচরণ রাষ্ট্র ও সরকারের মর্যাদা ক্ষুন্ন করছে।”
আল্লামা ইমাম হায়াত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এখনো সময় আছে- মিথ্যা, জুলুম, স্বৈরতন্ত্র ও উগ্রতার পথ থেকে ফিরে আসুন। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করুন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন এবং ইতিহাসে নিজেকে সম্মানজনক ভাবে স্মরণীয় করে রাখুন।