মোহাম্মদ ছানা উল্যাহ, সুবর্ণচর, (নোয়াখালী) প্রতিনিধি >>> নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বন্যা পরবর্তী জীবিকায়ন সহায়ক উপকারভোগীদের জন্য আয়বৃদ্ধি ও বাজার সংযোগ মেলা ২০২৫ অনুষ্ঠিত।
মঙ্গলবার ( ১৩ মে) সুবর্ণচর উপজেলা পরিষদ মাঠে বিশ্বের অন্যতম বৃহত্তম সহায়ক সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) ও কোডেক এর আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রকল্প সমন্বয় বিপ্লব কুন্ডুর সভাপতিত্বে ও মোহাম্মদ আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডাব্লিউএফপি’র টিম লিডার (নোয়াখালী) হাবিবা মেমি ।
এই সময় প্রকল্প সমন্বয়ক তাদের অর্জনের বিভিন্ন বিষয় উল্লেখ করে বলেন,এই মেলা আমাদের জন্য একটি বিশেষ সুযোগ। যেখানে আমরা আমাদের অর্জিত সফলতা ও অভিজ্ঞতা উপস্থাপন করতে পারব, যা আগামীতে আমাদের সমাজের জন্য আরও বড় পরিবর্তন আনবে।
আমাদের সক্রিয় ভূমিকা এবং বিশ্বের অন্যতম বৃহত্তম সহায়ক সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এর সহায়তার মাধ্যমে আমরা এই মেলা ও অন্যান্য কার্যক্রম সফলভাবে পরিচালনা করতে সক্ষম হয়েছি। আমরা ৪৫.৯০২টি পরিবারের মাঝে ২২৯৫১ মেট্রিক টন পুষ্টিকর বিস্কুট বিতরণ করেছি। যা তাদের পুষ্টি চাহিদা পূরণে সহায়ক হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে, আমরা তাদের শারীরিক পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি তাদের মানসিক শক্তি ও আশাবাদ ও বাড়িয়েছি। ৬৬,৯০৩ জন উপকারভোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছি, যা তাদের জরুরি প্রয়োজন মেটাতে সাহায্য করেছে এবং তাদের আয়ের উৎস বৃদ্ধি করেছে।
প্রায় ৫,০০০ জনকে আয়বর্ধক কার্যক্রমে প্রশিক্ষণ দিয়েছি, যা তাদের আত্মবিশ্বাস বাড়াতে এবং আর্থিক স্বাবলম্বী হতে সহায়ক হয়েছে। ১৭৯টি ব্যাচের মাধ্যমে মোট ৪,৯৮৫ জন উপকারভোগীকে ৯ দিনের বিশেষ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করেছি, যা তাদের আয়ের নতুন পথ উন্মুক্ত করেছে।
স্থানীয় বাজারের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে এবং আয়বর্ধক কার্যক্রমকে আরও সুসংহত করতে প্রায় ৩৮৩৪ জন উপকারভোগীর মোবাইল ব্যাংকিং তথ্য সংগ্রহ ও যাচাই করা হয়েছে, যাতে তাদের আয় এবং পরবর্তী সময়ে তাদের ব্যবসার প্রচারের জন্য উপযুক্ত সুযোগ তৈরি করা যায়।
উপজেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা এবং WFP এর উদার সহায়তা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। তাদের সার্বিক সহায়তা আমাদের কাজকে আরও সহজ ও ফলপ্রসূ করেছে।
প্রধান অতিথি বলেন, আপনাদের এই ধরনের উদ্যোগ আমাদের সমাজে আরও বড় পরিবর্তন আনবে এবং আমাদের দেশকে সমৃদ্ধ ও উন্নত জাতিতে পরিণত করবে। আমাদের প্রত্যেকের প্রতিশ্রুতি এবং নিষ্ঠা আমাদের ভবিষ্যত তৈরি করবে। আজকের এই মেলা তারই একটি সফল ধাপ।
আসুন আমরা সবাই মিলে আরও শক্তিশালী কমিউনিটি গড়ে তুলি, টেকসই আয়ের উৎস তৈরি করি এবং আমাদের পরিবারের উন্নত ভবিষ্যতের পথে একসাথে এগিয়ে চলি। এ সময় আরো উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম, শওকত হোসেন, আমজাদ হোসেন, রহিম উল্যাহ, রাবেয়া আক্তার, মরিয়ম আক্তার, সুপ্তি ইয়াসমিন প্রমুখ ।