উপকূলীয় অঞ্চল নোয়াখালীর সুবর্ণচরের মাটি সয়াবিন চাষের জন্য বেশ উপযোগী হলেও বিগত কয়েক বছর থেকে আবহাওয়া যেন অনুপোযোগী হয়ে উঠেছে। অসময়ে বৃষ্টি কিংবা অতিবৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে সয়াবিন চাষ।
চাষিরা সয়াবিন ঘরে তোলার আগেই জমিতে সব নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া সয়াবিনের বীজ বপনের সময় ও এমন বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে চাষিরা।স গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সয়াবিন জমিতে পানি জমে থাকায় আধাপাকা সয়াবিন পচে যাচ্ছে। ফলে লোকসানের কবলে পড়তে হচ্ছে কৃষকদের। সুবর্ণচরের বেশ কিছু কৃষক জানিয়েছেন, অতি বৃষ্টির কারণে সয়াবিন জমিতে সয়াবিন পচে চারা গজাচ্ছে ।
কৃষকরা বলেন, ফসল ঘরে তোলার ঠিক মুহূর্তে আবারো বৃষ্টির পানিতে জমিতে থাকা আধাপাকা সয়াবিন নষ্ট হয়ে যাচ্ছে। গত কয়েক বছর থেকে আবহাওয়া এমন বিরূপ প্রভাবের কারণে লোকসানের কবলে পড়েছেন চাষিরা। সুবর্ণচরের বিভিন্ন এলাকায় ঘুরে জমিতে থাকা সয়াবিন নষ্ট হওয়ার এমন দৃশ্য চোখে পড়েছে।
সুবর্ণচর উপজেলার ৫ নং চর জুবিলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কৃষক মোহাম্মদ হোসেন বলেন, শ্রমিক মিললেও জনপ্রতি (অন্য জেলা থেকে আগত শ্রমিক) মজুরি দিতে হচ্ছে ১১০০ থেকে ১২০০ টাকা সাথে তিন বেলা থাকা-খাওয়া।
এলাকার শ্রমিকদের ৭০০ থেকে ৮০০ টাকা দিতে হয়। একজনের মজুরির দামে একমন সয়াবিন, এতে কৃষক লোকসানের মুখে, সরকারের কাছে আমাদের আবেদন ‘কৃষক বাঁচান, দেশ বাঁচান’।
কৃষক ইউসুফ বলেন, দুই একর জমিতে সয়াবিন চাষ করেছি, সয়াবিন পুরোপুরি পুষ্ট এবং না পাকাতেই বৃষ্টি শুরু হয়েছে। টানা বৃষ্টিতে জমিতে পানি জমে গেছে। জমির পানি নামার পথ না থাকায় জমে থাকা পানিতে সয়াবিন নষ্ট হয়ে গেছে। যে পরিমাণ ফসলের আশায় ছিলাম, তবে এখন তার অনেক কম হবে।
কৃষক মোহাম্মদ ওসমান ক্ষোভ প্রকাশ করে বলেন, সয়াবিনের দাম কম, তাই জ্বালিয়ে পেলবো, ভবিষ্যতে সয়াবিন আর চাষ করবো না।
কৃষক ও সাংবাদিক মোহাম্মদ ছানা উল্যাহ বলেন,চলতি বছরে ঝড়, শিলাবৃষ্টি,পোকা-মাকড়, রোগ-বালাই নিয়ে কৃষক দুশ্চিন্তায় থাকলেও ফসল ভালো হয়েছে। কিন্তু সয়াবিনের বাজার মূল্য অনেক কম। সরকার কৃষকদের কিছু প্রণোদনার ব্যবস্থা করলে কৃষক শান্তির নিশ্বাস ফেলবে।
সুবর্ণচর উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মোঃ হারুন অর রশিদ বলেন, সুবর্ণচর উপজেলায় ১০১১২ হেক্টর জমিতে সয়াবিন চাষ হয়েছে। সয়াবিনের ফলন ভালো হয়েছে। তবে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সয়াবিন নষ্ট হয়ে যাচ্ছে। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম কম হওয়াই বাংলাদেশেও সয়াবিনের দাম কম। এতে অনেক কৃষক লোকসানে রয়েছেন।