সত্য ও মানবতার মুক্তির উৎস শানে রেসালাতের প্রকাশ মহান লাইলাতুল কদর মোবারক ও মহান মুর্শেদ কেবলার ১১১ তম শুভাগমন দিবস উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৭ মার্চ) হাজীপাড়া রহমানিয়া দরবার শরীফে সালাতু সালাম মাহফিল ও ইফতার মজলিস অনুষ্ঠিত হয়।
বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা এবং বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক সৈয়দ আল্লামা ইমাম হায়াত
এর সভাপত্বিতে সালাতু সালাম মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রধান উপদেষ্টা ইমামে আহলে সুন্নাত সৈয়দ আল্লামা সাইফুর রহমান নিজামী শাহ্।
এসময় বক্তারা বলেন, কোরআনুল করীম নাজিলের মাধ্যমে দয়াময় আল্লাহতাআলার সম্পর্কের মূল কেন্দ্র ও সকল গুণ-জ্ঞান-কল্যাণের উৎস অস্তিত্বের প্রাণশানে রেসালাতের প্রকাশের মাধ্যমে দ্বীনে হকের সূর্যোদয়, ঈমানীয়াত ও ইনসানিয়াতের মহা বিপ্লবের সূচনা এবং মিথ্যার আঁধার ও জুলুম-স্বৈর দস্যু তন্ত্রের অবরুদ্ধতা থেকে জীবন ও মানবতার মুক্তির সুপ্রভাত মহান কদর মোবারক।
কদর মোবারকের রহমতের অনন্ত প্রবাহ ধারা তথা সত্য-ন্যায়-জ্ঞান-স্বাধীনতা-অধিকার-মানবতা-কল্যাণ ও সম্পদের মুক্ত প্রবাহের ধারা জারি রাখার একমাত্র উপায় খেলাফতে ইনসানিয়াত। মাহফিলে সমগ্র মুসলিম জাতির শান্তি কামনায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।