নোয়াখালীতে পবিত্র রমজান মাসে বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে ২৪হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলার ইসলামগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আছাদুল ইসলাম।
অভিযান সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে সয়াবিন তেলের ৫লিটার বোতলের গায়ের মূল্য ছিল ৮৫২ টাকা, বিক্রয় করেছেন ১০০০ টাকায়।
এজন্য ১০হাজার টাকা জরিমানা করা হয় মেসার্স হাজী এন্তাজুল হক এন্ড সন্সকে, ভোক্তাকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করায় মেসার্স মালেক স্টোরকে ৩ হাজার টাকা, মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যের বেশি মূল্যে মুরগি বিক্রয় করায় মেসার্স আধুনিক পোল্ট্রি ফার্মকে ৫হাজার টাকা,মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় ভাউচার সংরক্ষণ না করায় মেসার্স খোকনের মুরগির দোকানকে ৩হাজার টাকা এবং মেসার্স জলিলের মুরগির দোকানকে ৩হাজার টাকাসহ মোট ৫প্রতিষ্ঠানকে ২৪হাজার টাকা জরিমানা করা হয়।
নোয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো.আছাদুল ইসলাম বলেন,ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অন্যদের সতর্ক করা হয়েছে। অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স টিমের একদল সদস্য উপস্থিত ছিলেন।এসময় সহযোগিতা করেন জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম।