নোয়াখালীর জেলা শহর মাইজদীতে স্কুলে যাওয়ার পথে এক শিক্ষার্থীকে তুলে নিয়ে ৩দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মাসুদ আলম (২৬)এর বাড়ী বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের মাধবসিংহ গ্রামে। প্রযুক্তির সহায়তা মাসুদকে গ্রেপ্তার করে পুলিশ।
ধর্ষণের শিকার শিক্ষার্থীর মা জানান, গত ২৬ ফেব্রুয়ারী প্রতিদিনের মতো তার মেয়ে স্কুলে গেলেও মেয়ে বাড়ি ফেরেনি। আত্মীয়-জনদের কাছেও কোনো খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।
এরপর গতকাল (শুক্রবার) ভোর রাতের দিকে কে বা কারা মেয়েকে বাসার সামনে অচেতন অবস্থায় ফেলে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বিষয় থানাকে অবহিত করেন। এরপর পুলিশের পরামর্শে চিকিৎসার জন্য তাকে ২৫০শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, অপহরণ ও ধর্ষণের অভিযোগের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভুক্তভোগীকে ডাক্তারী পরীক্ষার জন্য ২৫০শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।