নোয়াখালী সদর উপজেলার মাইজদীতে এক যুবক প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
নিহত মাহমুদুর হাসান (২৫) বেগমগঞ্জ উপজেলার ছোট সোনাইমুড়ী গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাইজদী হাউজিং বালুর মাঠের নুর মহল নামক একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে তার মরদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদুর হাসান বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে একটি মোবাইল ফোন সার্ভিসিং দোকানে কাজ করতেন।
গত কয়েক মাস ধরে তিনি মাইজদীতে ভাড়া বাসায় বসবাস করতেন। প্রাথমিক ভাবে জানা গেছে, কোনো এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিলো। প্রেমে ব্যর্থ হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং আত্মহত্যার পথ বেছে নেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুর ইসলাম বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাহমুদুর হাসান আত্মহত্যা করেছেন। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।