নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নুরুল ইসলাম আপেল (২৪), সুন্দলপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের উত্তর সুন্দলপুর গ্রামের আনু বক্স মিয়াজী বাড়ির (বগুর বাপের বাড়ি) মৃত বেলাল হোসেন মিয়াধন এর ছেলে।
সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, বেলা ৩টার দিকে এই ঘটনা ঘটে। দুপুরে সে পাশের গ্রামের ওরসে গিয়ে খাওয়ার খেয়ে বাড়ীতে আসে।
তারপর সে বাড়ীর সবার অগোচরে তাদের বাড়ির উত্তর পার্শ্বের বাগানের ভিতরে গিয়ে গাব গাছের সাথে ফাঁস দিয়া আত্মহত্যা করে। প্রাথমিকভাবে জানা গেছে- নুর আলম এলাকায় অটো রিকসা চালাত। তবে সে মাঝে-মধ্যে নেশাও করত।
এবিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহিন মিয়া বলেন, এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে বিস্তারিত জানা যাবে।