নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম সিরাজ উল্যাহকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে তাকে জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়। এর আগে, বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম থেকে কবিরহাট থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সিরাজ উল্যাহ নরোত্তমপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার শ্যালক।
জানা যায়, ৫ আগস্ট পরবর্তী গা ঢাকা দেয় সিরাজ চেয়ারম্যান। পরবর্তীতে বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে বিভিন্ন জায়গায় অবস্থান করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজ উল্যার বিরুদ্ধে একটি হত্যা মামলা'সহ ৪টি মামলা রয়েছে।এ ছাড়া তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
(ওয়ারেন্ট এর তালিকাঃ (১)সাজা সিআর-৪৯৯/২০২১,দায়রা-৯৭৩/২০২২সংক্রান্তে ১(এক)বৎসরের বিনাশ্রম কারাদন্ড এবং ৩৩,০০০,০০ টাকা জরিমানা। (২) সিআর-৪২২/২০২১,(৩) সিআর ১৮৯০/২০২২,(৪) সিআর ৩১৭৮/২০২৩), গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।