নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে অস্ত্র সহ এক যুবককে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ অক্টোবর) রাত সাড়ে নয় টার দিকে কবিরহাট থানা পুলিশের একটিদল বিশেষ অভিযান চালিয়ে নরোত্তমপুর ইউনিয়নের কালি বাজারের আনোয়ার ষ্টোরের ভিতর থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাঈন উদ্দিন বাবর (৩৬) উপজেলার ১নং নরোত্তমপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের শরাফত উল্যার বাড়ীর মৃত শরাফত উল্যার ছেলে।
স্থানীয় বাসিন্দা মিরন বলেন, বাবর মাদক কারবারের সাথে জড়িত। গত কয়েক দিন যাবত সে একটি অস্ত্র নিয়ে বিভিন্ন মানুষ কে হুমকি-ধমকি দিয়ে আসছিলো।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন মিয়া বলেন,কালী বাজারের একটি দোকান থেকে পুরাতন ছিড়া লুঙ্গি দিয়ে মোড়ানো পুরাতন প্লাস্টিকের সাদা ব্যাগের ভিতর থেকে দেশীয় পুরাতন মডেলের তৈরী একটি এলজি সহ তাকে আটক করা হয়। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।