নোয়াখালী কবিরহাট উপজেলার ২নং সুন্দলপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় রামদেব পুর গ্রামের (বানদত্ত বাজার সংলগ্ন) সাইদুল হক মেম্বার বাড়ির সামছুল হক মাস্টারের ছেলে রাজিউল তামিম শুভ'র (৩৫) বিরুদ্ধে স্ত্রীর অধিকার চেয়ে অনশন করছেন তামান্না আক্তার (৩০)। ভুক্তভোগী তামান্না আক্তার একই জেলার চাটখিল উপজেলার আক্তারুজ্জামান স্মৃতি মঞ্জিলের ইসমাইল মিয়ার মেয়ে।
তামান্না বলেন, শুভ’র সাথে আমার ১২ বছরের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালের ২৬ ডিসেম্বর কোর্ট এফিডেভিটের মাধ্যমে আমরা বিয়ে করি। তামান্না আরও বলেন, শুভ’র বাবা (ছেলের বাবা) সামছুল হক মাস্টার প্রথম দিকে এই বিয়েতে সম্মতি দেন। কিন্তু পরবর্তীতে তিনি বিভিন্ন অজুহাতে সেই বিয়ে অস্বীকার করেন। গত ১৯ সেপ্টেম্বর তিনি তার ছেলেকে অন্যত্র আবার দ্বিতীয় বিয়ে করান। স্বামীর দ্বিতীয় বিয়ের খবর পাওয়ার পর, ভুক্তভোগী তামান্না আক্তার আজ শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় স্ত্রীর অধিকারের দাবিতে স্বামী শুভর বাড়িতে অনশন শুরু করেন।
স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তিনি শুভর বাড়িতে প্রবেশ করতে সক্ষম হন। তবে স্ত্রী তামান্না আসার পর স্বামী শুভ ঘর থেকে পালিয়ে যায়। এইদিকে দ্বিতীয় স্ত্রী তার নিজ বাপের বাড়িতে অবস্থান করছে বলে জানা যায়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সামছুল হক মাস্টার অত ভালো মানুষ নয়। গত বছর তার ঘর থেকে শিশু গৃহকর্মির ঝুলন্ত মরদেহ উদ্বার করেছে পুলিশ। সে ঘটনাও বিভিন্ন ধরনের প্রভাব ঘাটিয়ে ধামাচাপা দিয়েছেন তিনি। তবে এই সমস্যার সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে কবিরহাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ শাহীন মিয়া বলেন,ভুক্তভোগী আগে থানায় একটা লিখিত অভিযোগ করেছেন। আজ আবারও অভিযোগ করায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সামাজিকভাবে সমাধান করবেন বলে জানা গেছে।