প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৫:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২২, ১:০৮ অপরাহ্ণ
নোয়াখালীতে বেপরোয়া গতির ট্রাক চাপায় শিশুর মৃত্যু!
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীল কবিরহাট উপজেলায় ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু।
নিহত আরাফাত (0৩) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের উত্তর লামছি গ্রামের শামসুল হক মাস্টার বাড়ির আবুল কালামের ছেলে।
শনিবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সোনাপুর টু মুছাপুর রোডে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার সময় নিহত শিশু আরাফাত আরেক শিশু সহ রাস্তা পারহওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ঘটনার পর ট্রাক চালক ট্রাক রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে।নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নোয়াখালী মিডিয়া/নিউজ
সম্পাদক: জহিরুল হক জহির, পুরাতন হাসপাতাল রোড়, সদর, নোয়াখালী, যোগাযোগ: 01835550333