প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ৮:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২২, ২:৪২ অপরাহ্ণ
নোয়াখালীর সোনাইমুড়ী থেকে ৪১ কেজি গাঁজাসহ গ্রেফতার-২জন।

নোয়াখালীর সোনাইমুড়ী থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃত মাদক কারবারি হান্নান ও পলাশের কুমিল্লা জেলার বাসিন্দা।
শুক্রবার (২৮ অক্টোবর) সকালে নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি হান্নান ও পলাশকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪১ কেজি গাঁজা ও ১৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের ও মাদক উদ্ধার ঘটনায় সোনাইমুড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে জানান মোহাম্মদ আবদুল হামিদ।
নোয়াখালী মিডিয়া/নিউজ
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: জহিরুল হক জহির। পুরাতন হাসপাতাল রোড়, সদর, নোয়াখালী। যোগাযোগ: +880-9697419456, 0183-5550333, ই-মেইল: noakhalimedia1@gmail.com, www.noakhalimedia.com