নোয়াখালী প্রতিনিধি:
বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে নোয়াখালী জেলা প্রেসক্লাবে চ্যানেল আইয়ের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে।
[caption id="attachment_244" align="alignnone" width="300"] নোয়াখালীতে চ্যানেল আইয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।[/caption]
শনিবার (১ অক্টোবর) বিকেলে বর্ষপূতি উপলক্ষে প্রেসক্লাব থেকে র্যালী বের হয়ে শহীদ মিনার প্রদক্ষিণ করে পুনরাই একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের শহীদ এস্কান্দার মিলনায়তনে আলোচনাসভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় চ্যানেল আই এর নোয়াখালী প্রতিনিধি আলাউদ্দিন শিবলুর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন যমুনা টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি মোতাসিম বিল্লাহ সবুজ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, নোয়াখালী জেলা পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম, নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক শহিদ উল্যাহ খান সোহেল, নোয়াখালী জেলা প্রশাসক অতিরিক্ত (সার্বিক) ইসরাত সাদমীন, নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দীন জেহান, নোয়াখালী জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার ও আলমগীর ইউসুফ, জেলা পরিষদ সদস্য মাসুদুর রহমান শিপন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলার সিনিয়র সহ-সভাপতি তপন চন্দ্র মজুমদার, বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) কেন্দ্রীয় মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী প্রমূখ।
এ ছাড়া জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক ও প্রশাসনের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা চ্যানেল আই এর বর্ষপূতিতে চ্যানেল আই এর পরিবারের সকল সদস্যকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি চ্যানেল আই এর দীর্ঘআয়ু কামনা করেন।
নোয়াখালী মিডিয়া/নিউজ