ঢাকাশুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. খেলাধুলা
  7. চাকুরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাসের খবর
  12. বিনোদন
  13. মিডিয়া
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

নোয়াখালীর সুবর্ণচরে সিএনজি অটোরিক্সা ও হালকাযান শ্রমিক ফেডারেশনের কমিটি গঠন 

মোহাম্মদ ছানা উল্যাহ, নোয়াখালী প্রতিনিধি:
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

মোহাম্মদ ছানা উল্যাহ, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি >>> নোয়াখালীর সুবর্ণচর উপজেলা সিএনজি অটোরিকশা ও হালকাযান শ্রমিক ফেডারেশনের কমিটি গঠিত হয়েছে।

 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩ ঘটিকার সময় চরজব্বর থানা মোড়ের রাজ দরবার হোটেলের হলরুমে এই কমিটি গঠিত হয়েছে। বাহার উদ্দিন বাহারের সভাপতিত্বে মোঃ সানা উল্লাহ রাসেলের সঞ্চালনায় আলমগীর হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশন (রেজিঃ – ২১৮১) এর সাধারণ সম্পাদক গোলাম ফারুক।

 

এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ নিজাম উদ্দিন ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ নুর উদ্দীন শামীম,  বিশিষ্ট সমাজসেবক এবং মোহরার আব্দুল কাদের ও সুবর্ণচর উপজেলা সিএনজি অটোরিকশা ও হালকাযান শ্রমিক ফেডারেশনের শ্রমিক বৃন্দ।

 

এ সময় কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশন এর সাধারণ সম্পাদক গোলাম ফারুক বলেন, আমি সুবর্ণচরে আরো কয়েকবার এসে কয়েকটা কমিটি দিয়েছিলাম। কিন্তু আজকের মত এত শ্রমিকের উপস্থিতি আর কখনো পাইনি। তিনি আরো বলেন, বিগত কমিটি গুলো শ্রমিকদের কল্যাণে কাজ করেনি আমি আজকে আপনাদের যে কমিটি অনুমোদন দিয়ে যাবো আশা করি তারা শ্রমিকদের বিপদে-আপদে, সুবিধা-অসুবিধায় তাদেরকে সহযোগিতা করবে এবং তাহারা উপদেষ্টা মন্ডলীদের সহযোগিতা নেবে। এবং যদি তারা ব্যর্থ হয়, তবে আমাদের কেন্দ্রীয় কমিটির সহযোগিতা চাইলে আমরা তাদেরকে সহযোগিতা করবো।

 

এই সময় তিনি- নিজাম উদ্দিন ফারুক, নুর উদ্দিন শামীম, অলি উদ্দিন ও আব্দুল কাদেরকে উপদেষ্টা মন্ডলীর সদস্য, এবং বাহার উদ্দিন বাহার কে সভাপতি, মোহাম্মদ সানাউল্লাহ রাসেল কে সাধারণ সম্পাদক, মোহাম্মদ মিলনকে সাংগঠনিক সম্পাদক ও মোহাম্মদ নাসির কে কোষাধ্যক্ষ করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।