নোয়াখালীর কবিরহাট উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে এক গ্যাস ডিলার কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ভূইয়ার হাট বাজারে গ্যাস ডিলার হাসান হোসেন ভেনচার এর বিক্রয় কর্মীরা এক হাজার ৪২১ টাকার সিলিন্ডারের গ্যাস (১২কেজি) এক হাজার ৬০০ টাকায় বিক্রি করলে বাজারের ব্যবসায়ী শাহাব উদ্দিন তাদের আটক করে উপজেলা প্রশাসনকে জানালে তাৎক্ষণিক সহকারী কমিশনার (ভুমি) নিগার সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এলপি গ্যাসের ডিলার কে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
খোঁজ নিয়ে জানা যায়, এলপি গ্যাসের ডিলার হাসান হোসেন ভেনচার এর মালিক হাজী ইব্রাহিম কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এবং তিনি এই উপজেলার সবচেয়ে বড় গ্যাস ডিলার । বিগত কয়েক বছর যাবত তিনি নিজের ইচ্ছামত দাম নির্ধারণ করে গ্যাস বিক্রি করছেন। সরকারের বেঁধে দেওয়া দাম অনুযায়ী বিক্রি করেননা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্যাস ব্যবসায়ী বলেন, নোয়াখালীতে বন্যার সময়ও তিনি অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করছেন । তিনি (গ্যাসের ডিলার) প্রভাবশালী হওয়ার কারনে কোন ব্যবসায়ী কিছু বলতে পারেনা। তারা আরো বলেন, হাসান হোসেন ভেনচার এর বেশীরভাগ গ্যাস নিম্নমানের গ্যাস।
সহকারী কমিশনার ((ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) নিগার সুলতানা বলেন, গ্যাস ডিলার হাসান হোসেন ভেনচার কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় করা হয়েছে। সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করবেননা বলে তারা মুচলেকা দিয়েছে।