ঢাকাসোমবার , ১৫ জুলাই ২০২৪
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. খেলাধুলা
  7. চাকুরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. নোয়াখালী মিডিয়া
  12. প্রবাসের খবর
  13. বিনোদন
  14. মিডিয়া
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে বিদ্যুতের নকল তার বিক্রির দায়ে জরিমানা

নোয়াখালী জেলা প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৪ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নোয়াখালীর বেগমগঞ্জে নকল বিআরবি তার (ক্যাবল) বিক্রির অপরাধে এক দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনী বাজারের করিমপুর রোডের মেসার্স নিজাম ইলেকট্রিকে এই অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.কাউছার মিয়া।

 

জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) নোয়াখালী কার্যালয়ের তথ্যের ভিত্তিতে উপজেলার চৌমুহনী বাজারের করিমপুর সড়কে নোয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.কাউছার মিয়া অভিযান চালায়।

 

অভিযানে বিআরবি নকল তার (ক্যাবল) বিক্রি ও মূল্য মুছে (মার্কার দিয়ে) পেলায়। এবং গোপন করার সত্যতা পাওয়ায় মেসার্স নিজাম ইলেকটট্রিক কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভবিষ্যতে এধরনের নকল পণ্য ও মূল্য তালিকা গোপন না করার জন্য সতর্ক করা হয়।