ঢাকাশনিবার , ৬ জুলাই ২০২৪
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. খেলাধুলা
  7. চাকুরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. নোয়াখালী মিডিয়া
  12. প্রবাসের খবর
  13. বিনোদন
  14. মিডিয়া
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ৬৪জন গ্রেপ্তার

নোয়াখালী জেলা প্রতিনিধি
জুলাই ৬, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ৬৪জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শনিবার (৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে, একাধিক উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।   

 

পুলিশ জানায়, সুধারাম মডেল থানায় জিআর পরোয়ানাভুক্ত ২জন, জিআর গ্রেপ্তারে পরোয়ানা মূলে ১জন ও নিয়মিত মামলায় ৪জন সহ মোট ৭জন।

 

 

সেনবাগ থানায় সিআর পরোয়ানা মুলে ৩জন, সাজা জিআর পরোয়ানা মুলে ১জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ১ জন সহ মোট ৫জনকে গ্রেপ্তার করা হয়।

 

 

সোনাইমুড়ী থানায় রিকল মুলে ৩টি, জিআর পরোয়ানা ও ১টি সিআর পরোয়ানা সহ ৪টি গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়।

 

হাতিয়া থানায় নিয়মিত মামলায় ১জন, সিআর পরোয়ানা মূলে ১জন এবং জিআর পরোয়ানা মূলে ১জন সহ মোট ৩ জন আসামী গ্রেফতার হয়।

চাটখিল থানায় সিআর পরোয়ানামুলে ১জন।

কবিরহাট থানায় রিকলমুলে জিআর ১জন। সর্বমোট সব উপজেলায় ৬৪জন কে গ্রেফতার করা হয়েছে।

 

এসপি বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।